এয়ারপোর্টের আশে পাশে প্রতারকের প্রতারনার কৌশল জেনে রাখুন
২ বছর আগের ঘটনা, #এয়ারপোর্টে_আশেপাশে_উৎ_পেতে_থাকা_প্রতারক_থেকে_সাবধান_হোন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করলাম মানুষকে সচেতন করার উদ্দেশ্যে।
প্রতারনার কৌশল দেখুন, আমিতো পুরাই অবাক,
#গতকাল আমার বোন জামাতা দুবাই চলে গেল,, অনেক দিন ধরেই থাকে, ছুটিতে আসছিলো,
তো তাকে এয়ারপোর্টে আমি এবং তালই মানে বোন জামাতার বাবা বিদায় জানাতে গেলাম।
যথারীতি তাকে এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে বাহিরে এসে ফোন করে জানতে পারলাম সব ঠিক আছে আমরা বাড়ী চলে আসতে পারি। উনার ফ্লাইট ছিলো ১২.৪৫ মিনিটে, আমরা তাকে ১০ টায় ভেতরে দিয়ে১০.৩০ টায় ট্রেনে করে বাড়ীর উদ্দেশ্য রওনা দিলাম, ১২ টায় বাড়ীর কাছে চলে আসলাম। একটা দোকানে গেলাম কিছু কেনার জন্য,
হঠাৎ তালইয়ের ফোনে একটা কল আসলো, কল রিসিভ করার পর পর তালইয়ের মুখটা একদম কালো হয়ে গেলো, মনে হয় উনার বাড়ীঘর পুরে গেছে এরকম, কাঁদো কাদোঁ অবস্থা যাইহোক আমি জিজ্ঞেস করলাম কি হয়ছে, উনি কিছু না বলে শুধু ফোনে বলছে যে,
আমরা তো বাড়ীই পৌছাইনি এতটাকা কেমনে দেবো, আপনারা ব্যবস্থা করেন আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি,। তখন তালই বলল যে,কে যেন ফোন করে বলছে আপনি মানিকের কে হন, ওনি বলছে আমি মানিকের বাবা হই, তখন প্রতারক ওনাকে বলছে আমি এয়ারপোর্ট পুলিশ অফিসার, আপনার ছেলের টিকেট হারানো গেছে সে আর বিদেশে যেতে পারবে না, আপনি যদি এখন ৬০ হাজার টাকা পাঠান আবার সে যেতে পারবে,তখন তালই বলল আচ্ছা মানিকের কাছে দেন কথা বলবো, তখন আমরা আরও অবাক হলাম, কেঁদে কেঁদে বলছে আব্বা আমার টিকেট হারানো গেছে এখন কি করবো,কি সাংগাতিক ভাবুন, তালই বলে এটাতো মানিকের গলাই, আমি বললাম আরে ব্যস্ত হয়েন না একটু বুজতে দেন । আরে তালই কেমন বোকা ওনার ছেলে কিন্তু বিমানে উঠেও আমাদের জানিয়েছে যে সে এখন বিমানে আছে, টিকিট যদি হাড়ানোই যায় কেও কি বিমানে চড়তে পারে।
যাইহোক ভাগ্য ভালো আমাদের, যে প্রতারক আমাদের ধোকায় ফেলতে পারেনি, ফ্লাইট ছিলো ১২.৪৫, আর প্রতারক ফোন করে ১২.৫০ মিনিটে,
আর তালইয়ের ফোনে প্রতারকে ফোন থাকা অবস্থায়ই ঘটনা বুজতে পেরে মানিক কে ফোন করি ১২.৫৫ মিনিটে, আর তখন ফ্লাইট কেবল উঠবে, আর ফোনটা সে ধরে, আমি তাকে বললাম তোমার নাকি টিকেট হারিয়েছে, সে বলল আরে টিকিট হারাবে কেন সব ঠিক আছে, তখন আরো শিওর হলাম, পরে কিছুটা তাকে বলে বিদায় জানিয়ে ফোন রাখলাম,
পরে তালইরে বললাম যে ওরা বাটপার, পরে ফোনটা নিয়েপ্রতারকদের বললাম আচ্ছা টাকা দেবো,আপনি কোথায় আছেন আমরা আসতাছি, কিন্তু প্রতারক বলে বিকাশে টাকা পাঠান, তখই কিছু মূল্যবান ভাষা প্রয়োগ করলাম, সাথে সাথেই ফোনটা কেটে যায় আর ওপেন হয়না।
বি : দ্র :প্রতারকে প্রতারনার সিস্টেম দেখে আমি টাস্কি খাইলাম,🤔🤔
Comments
Post a Comment