আজ বর্তমানে মুসলিমরা নির্যাতিত কেন??
আজ বর্তমানে মুসলিমরা নির্যাতিত কেন মুসলিমরা আজ তাদের কর্তৃত্য হারিয়েছে,একটা সময় ছিল মুসলমানরা অর্ধপৃথিবী শাসন করত।অথচ তাদের সময় যে মুসলমান ছিল,আজ তার চেয়ে অনেকগুন বেশি,তাহলে কেন মুসলমানরা তাদের কর্তৃত্য হারিয়েছে।
আল্লাহ তো বলেছেন তুমরা যতখন তাওহিদে থাকবে ততখন বিজয়ী থাকবে,আল্লাহ কি তাহলে মিথ্যা বলছেন?না কখনই না নিশ্য়চ মুসলিমরা তাওহিদ ভুলে গেছে,কেননা ইসলাম ধর্ম তো একটাই যা মানুষকে আলোর পথে নিয়ে যায়, এই ধর্মকে আজকের মুসলমানরা কতভাগে বিভক্ত করেছে,যেমন,আহলে হাদিস,হানাফি,শাফি,মালেকি, হাম্বলি,আবার এদের ভিতরে বিভিন্ন পির মুরিদও চলে।অথচ আল্লাহ কুরআনে স্পস্ট বলেছেন,যারা তাদের দ্বীন কে বিভিন্ন দলে বিভক্ত করেছ হে রাসুল তাদের সাথে তুমার কোন সম্পর্ক নাই।সুরা-আনআম-১৫৯
#তাহলে কি বর্তমান মুসলমানদের সাথে রাসুলের কোন সম্পর্ক নাই?সেটা আল্লাহ পাকই ভাল জানেন,রাসুল বলেছেন তুমরা শিরকমুক্ত হয়ে তাওহীদে প্রবেশ করো আর এক আল্লার ইবাদত করো।কিন্তু আমরা আজ ছোট বড় অনেক শিরক করি থাকি,যা আমরা খেয়ালই করি না।আর আলেমদের মধ্যে যারা যারা যে দলে আছে তারা সে দল নিয়েই প্রফুল্য। তাহলে সাধার মুসলমান কোথায় যাবে,তারা কার কাছথেকে সঠিক সমাধান পাবে।একদল বলছে আমাদেরটা ঠিক,ওদের টা ভুল আবার আরেক দল বলছে আমাদের টা ঠিক,অনেকে বলে থাকে যে দলে লোক বেশি সেই দলে যাব,আল্লাহপাক বলেছেন তুমরা যদি অধিকাংসের কথামত চল তাহলে পথভ্রষ্ট হবে।কেননা তারাত শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে,সুরা আনআম-১১৬
তাহলে বুঝা গেল শুধু লোক বেশি হলেই সেটা যে ঠিক হবে এটা ঠিক না।বর্তমানে ইসলাম ধর্মকে খন্ড খন্ড করার কারনেই মুসলমানের আজ এই দুর্গতি।সাধারন মুসলমানের কথা বাদ দিলাম যদি একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহন করতে চায় তাহলে সে কোন দল বেছে নিবে বলতে পারেন কেউ।এখন প্রশ্ন হল তাহলে কি করব আমরা,এব্যপারে আল্লাহ রাব্বুল আলামিন সুরা আলে ইমরানের ১০১নং আয়াতে বলেছে,কেউ যদি আল্লাহকে দৃড়ভাবে অবলম্বন করে তাহলে সে অবশ্যই সঠিক পথ পাবে,আল্আলাহ আরও বলেছেন সুরা ইউনুসের ১০০ নং আয়াতে, - আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর।
#সুতরাং আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে, চিন্তা করতে হবে আল্লাহর দেওয়া,কুরআন নিয়ে। আল্লাহ সুবহানাহুতাআলা বলেন,, সূরা আল ক্বামার:22 - আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? --শুধু মাত্র এই ক্বামারের ৪ টা আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, তাহলে আমাদের কি উচিৎ নয় কুরআন নিয়ে চিন্তা করা, নিজের বিবেক দিয়ে বুজার চেস্টা করা?
পরিশেষে এটাই বলবো, আমাদের কে চেষ্টা চালিয়ে যেতেই হবে সঠিক পথ পাবার।কেন না আজ আমদের দ্বীন থেকে আমরা সরে পরেছি,এরজন্য আমরাই দায়ী,আমরা কুরআন কে চিনিনা জানিনা, জানতে চাই না। তাই আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছেন।আল্লাহ আমাদের সঠিক দ্বিন বুঝার এবং আমল করার তাওফিক দান করুন,রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
Comments
Post a Comment