Posts

ঐতিহ্যবাহী তাঁতশিল্প এলাকা ৯ নং বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মিলন মেলা ২০১৯

Image
ঐতিহ্যবাহী তাঁতশিল্প এলাকা ৯ নং বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মিলন মেলা ২০১৯ প্রধান অতিথিঃ- আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী এম.পি. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব।  আয়োজনে ঃবল্লা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এয়ারপোর্টের আশে পাশে প্রতারকের প্রতারনার কৌশল জেনে রাখুন

Image
২ বছর আগের ঘটনা, #এয়ারপোর্টে_আশেপাশে_উৎ_পেতে_থাকা_প্রতারক_থেকে_সাবধান_হোন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করলাম মানুষকে সচেতন করার উদ্দেশ্যে।  প্রতারনার কৌশল দেখুন, আমিতো পুরাই অবাক, #গতকাল আমার বোন জামাতা দুবাই চলে গেল,,  অনেক দিন ধরেই থাকে, ছুটিতে আসছিলো, তো তাকে এয়ারপোর্টে আমি এবং তালই মানে বোন জামাতার বাবা বিদায় জানাতে গেলাম।   যথারীতি তাকে এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে বাহিরে এসে ফোন করে জানতে পারলাম সব ঠিক আছে আমরা বাড়ী চলে আসতে পারি।  উনার ফ্লাইট ছিলো ১২.৪৫ মিনিটে, আমরা তাকে ১০ টায় ভেতরে দিয়ে১০.৩০ টায় ট্রেনে করে বাড়ীর উদ্দেশ্য রওনা দিলাম, ১২ টায় বাড়ীর কাছে চলে আসলাম।  একটা দোকানে গেলাম কিছু কেনার জন্য,  হঠাৎ তালইয়ের ফোনে একটা কল আসলো, কল রিসিভ করার পর পর তালইয়ের মুখটা একদম কালো হয়ে গেলো, মনে হয় উনার বাড়ীঘর পুরে গেছে এরকম, কাঁদো কাদোঁ অবস্থা যাইহোক আমি জিজ্ঞেস করলাম কি হয়ছে, উনি কিছু না বলে শুধু ফোনে বলছে যে, আমরা তো বাড়ীই পৌছাইনি এতটাকা কেমনে দেবো, আপনারা ব্যবস্থা করেন আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি,। তখন তালই বলল যে,কে যেন ফোন করে বলছে...

মজার একটি জোকস,, 😂

Image
সাগরে নৌকা নিয়ে ঘুরতেছে এক আমেরিকান, এক পাকিস্তানী আর এক বাংলাদেশী। " হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এল। দৈত্য প্রচন্ড রাগী কন্ঠে বললঃ তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস। এখন আমি তোদের মেরে ফেলব! . ওরা তো ভয়ে হাউ-মাউ করে কাঁদতে লাগল। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হল। দৈত্য বললঃ ঠিক আছে, তোদের একটা চান্স দিচ্ছি। তোরা কোন কিছু সাগরের পানিতে ফেলে দিবি। যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের মেরে ফেলব। আর যদি না তুলে আনতে না পারি ছেড়ে দেব। . আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল। . এবার পাকিস্তানের লোকটি একটা সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর পাকিস্তানী কে মেরে ফেলল। . এবার বাংলাদেশী লোকটির পালা। সে প্যান্টের চেন খুলে সাগরে-হিস্যু করে দিলো!😁 এখন ঠেলা সামলাও, বাঙ্গালি  কি জিনিস?🙃🙃🙃🥴🤪🤭

২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে

Image
কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা খুশির আমেজ দেখছি।আজ সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। তাই এ সূর্য গ্রহণ দেখার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ বিশেষ গ্লাস কিনে রাখছে। অথচ সূর্য গ্রহণের সময় মহানবী (সঃ) খুবই ভীত থাকতেন।এসময় তিনি সালাত পড়তেন এবং আল্লাহর নিকট ক্ষমা চেয়ে দোয়া করতেন। বিজ্ঞানীরা আজ জানতে পেরেছেন যে সূর্য গ্রহণের সময় উল্কা বা এস্টিরয়েড পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা থাকে। ১৯০৮ সালে ৩০ শে জুন ১২ মেগাটন (১০ লাক্ষ টনে এক মেগাটন হয়) টিএনটি ক্ষমতা সম্পন্ন ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার জ্বলন্ত পাথর (মিটিওরাইট) রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে পতিত হয়ে ৪০ মাইল ব্যাস সম্পন্ন ধ্বংসগোলক সৃষ্টি করেছিল। আগুনের লেলিহান শিখায় লক্ষ লক্ষ গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। একটু ভাবুন যদি পাহাড় সম একটি গ্রহানু আপনার মাথার উপর বা তার আশেপাশে এসে পড়ে তাহলে আপনার কি হবে! তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন।সালাত আদায় করুন। ঢাকায় সূর্যগ্রহণটি শু...

আগামীকাল ২৬ ডিসেম্বর সারাবিশ্বে সূর্যগ্রহণ

Image
আগামীকাল ২৬ ডিসেম্বর সারাবিশ্বে সূর্যগ্রহণ।  ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে এবং সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে ।সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে। তাই এ সময় সালাতে দাড়িয়ে যান।অন্যদেরও বলুন প্রার্থনায় নিমগ্ন হতে যাতে এর ফলে মানুষের কোন ক্ষতি কোথাও না হয়,আল্লাহ সবাইকে হিফাযত আগামী ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।তাই এ সূর্য গ্রহণ দেখার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ বিশেষ গ্লাস কিনে রাখছে।মনে হচ্ছে যেন ঈদের সূর্য উঠবে।অধিকাংশ সময়েই আমাদের দেশের মানুষেরা অত্যন্ত আনন্দ আর কৌতুহল নিয়ে সূর্যগ্রহন এবং চন্দ্রগ্রহন প্রত্যক্ষ করে থাকে। সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হয় তখন আমাদের নবী (সা.) এর চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেতো।তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন।কান্না...

যোগ্য ব্যক্তির নেতৃত্ব চাই,সৎ মানুষ কে পাশে চায় জনগন।

Image
কথিত আছে বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রহিম মহাজন , এর সুযোগ্য সন্তান জনাব মোঃফরিদ আহমেদ নিঃসন্দেহে একজন সাদা মনের মানুষ, জনদরদী, সমাজসেবী পরোপকারী উদার মনের মানুষ। এলাকার ছোট বড় সকলেই থাকে ভালোবাসে সম্মান করে,উনি যদি বল্লা ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক মনোনীত হন তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে বলে এলাকার মানুষ মনে করে। এলাকার দুস্থ,গরীব, অসহায় মানুষের সেবা ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকার মানুষ জনাব মোঃ ফরিদ আহমেদ কে বল্লা ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক পদে দেখতে চায়।  

বঙ্গবীর কাদের সিদ্দিকী কুকড়াইল ও রামপুর বাসীর দুঃসময়ে পাশে দাড়িয়েছিলেন ১৯৭৪ সালে

Image
চোখের  পানি ধরে রাখতে পারিনি আমার দুটি গ্রামের করুন  এই কাহিনি পড়ে পড়ুন মুজিব সরকারের আমলে লেখা আব্দুল গাফফার চৌধুরীর লেখা- প্রকাশিতব্য স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই থেকেঃ  "১৯৭৪ সালে টাঙ্গাইল শহর থেকে মাত্র পনর মাইল দূরে কালিহাতী থানার রামপুর ও কুকরাইল গ্রাম দুট পুলিশ মাটিতে মিশিয়ে দেয়। গ্রামবাসীর মতে ডাকাত ও দুস্কৃতিকারীদের গ্রামবাসীরা ধাওয়া ও পিটুনি দিলে একজন নিহত হয়। সেই নিহত ব্যক্তির একজন পুলিশ সদস্য ছিলো। পুলিশ হত্যার প্রতিশোধ নিতেই এই গ্রামগুলোতে হামলা চালিয়ে, ঘরবাড়ি ভষ্মিভুত করা, লুটপাট ও নারী পুরুষ বৃদ্ধ নির্বিশেষে গ্রামবাসীকে অবর্ণর্নীয় মারধর করে পুলিশ। টাঙ্গাইলের এই কাহিনী সরকারী কাগজে গুরুত্বসহ ছাপা হয়নি, বেতারে-টেলিভিশনে চাপা দেয়া হয়েছে।     ঘটনার এক সপ্তাহ পরে আবদুল গাফফফার চৌধুরী এই দুই গ্রামে যান। ফিরে এসে তিনি দৈনিক জনপদে একটা উপসম্পাদকীয়তে লেখেনঃ       “আমরা প্রথমে ঢুকলাম কুকরাইল গ্রামে। এক নজর দেখেই মনে হলো, একটা বন্য হাতি যেন সারা গ্রামটাকে লন্ডভন্ড করে রেখে গেছে। আর বন্য হাতির সেই তান্ডব থেকে কেউ রক্ষা পায়নি...