২ বছর আগের ঘটনা, #এয়ারপোর্টে_আশেপাশে_উৎ_পেতে_থাকা_প্রতারক_থেকে_সাবধান_হোন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করলাম মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। প্রতারনার কৌশল দেখুন, আমিতো পুরাই অবাক, #গতকাল আমার বোন জামাতা দুবাই চলে গেল,, অনেক দিন ধরেই থাকে, ছুটিতে আসছিলো, তো তাকে এয়ারপোর্টে আমি এবং তালই মানে বোন জামাতার বাবা বিদায় জানাতে গেলাম। যথারীতি তাকে এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে বাহিরে এসে ফোন করে জানতে পারলাম সব ঠিক আছে আমরা বাড়ী চলে আসতে পারি। উনার ফ্লাইট ছিলো ১২.৪৫ মিনিটে, আমরা তাকে ১০ টায় ভেতরে দিয়ে১০.৩০ টায় ট্রেনে করে বাড়ীর উদ্দেশ্য রওনা দিলাম, ১২ টায় বাড়ীর কাছে চলে আসলাম। একটা দোকানে গেলাম কিছু কেনার জন্য, হঠাৎ তালইয়ের ফোনে একটা কল আসলো, কল রিসিভ করার পর পর তালইয়ের মুখটা একদম কালো হয়ে গেলো, মনে হয় উনার বাড়ীঘর পুরে গেছে এরকম, কাঁদো কাদোঁ অবস্থা যাইহোক আমি জিজ্ঞেস করলাম কি হয়ছে, উনি কিছু না বলে শুধু ফোনে বলছে যে, আমরা তো বাড়ীই পৌছাইনি এতটাকা কেমনে দেবো, আপনারা ব্যবস্থা করেন আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি,। তখন তালই বলল যে,কে যেন ফোন করে বলছে...